বিকাশে ভুল নাম্বারে চলে যাওয়া টাকা উদ্ধার করে দিয়েছে চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ। শুক্রবার সকালে উদ্ধার করা টাকা প্রকৃত মালিককে বুঝিয়ে দেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক। টাকার মালিক মোছাঃ আনোয়ারা নাসরিন স্বামী মোঃ ফজলুর রহমান জীবননগর উপজেলা মানিক পুর গ্রামের বাসিন্দা।
জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের আনোয়ারা নাসরিনের ভুল বিকাশ নাম্বারে চলে যাওয়া টাকা উদ্ধারের জন্য জীবননগর থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ সাজ্জাদ হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়। তিনি তথ্য প্রযুক্তির সহায়তায় ভুক্তভোগী মোছাঃ আনোনোয়ারা নাসরিন উক্ত ভুল বিকাশ নাম্বারে চলে যাওয়া টাকা ময়মনসিংহ সদর থানা এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হন। পরিশেষে উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে।
আনোয়ারা নাসরিন বলেন, আমি কল্পনাও করিনি যে, অজ্ঞাত নাম্বারে যাওয়া টাকা আবার ফেরত পাব। দীর্ঘদিন পর টাকা গুলো ফেরত পেলাম। টাকা উদ্ধারে সার্বিক সহযোগিতা করায় তিনি থানার ওসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাকে ধন্যবাদ জানান।
খুলনা গেজেট/ টি আই