যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে (বিএসএমএমইউ) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের হামলা ও অসাদাচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস এসোসিয়েশেন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা।
রবিবার ( ১৮ জুন )ড্যাব খুমেক শাখার সভাপতি অধ্যাপক ডাঃ সেখ মোঃ আখতার উজ জামান ও সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর মোঃ ছালেহ স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, বিএসএমএমইউ’র নন রেসিডেন্ট শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ৩৩ কোটি টাকার কোন হদিস মিলছেনা। এমডিএমএস, এফসিপিএস কোর্সে থাকা শিক্ষার্থীদের মাসিক ভাতা মাত্র বিশ হাজার টাকা। দ্রব্যমূল্যের এই চরম ঊর্ধ্বগতির বাজারে এতো স্বল্প ভাতায় তাদের জীবন নির্বাহ করা অসম্ভব। কোর্সে থাকাকালীন তারা কোন প্রাইভেট চেম্বারে প্রাকটিস করতে পারবে না বলে কর্তৃপক্ষ মুচলেকা নিয়েছে। রেসিডেন্ট শিক্ষার্থীরা তাদের ভাতা বৃদ্ধি এবং নন রেসিডেন্টরা তাদের প্রাপ্য ভাতা আদায়ের জন্য দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে যাচ্ছে। এমতাবস্থায় গত ১৩ জুন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে স্ব স্ব ইনস্টিটিউটে ক্রমাগত হেয় প্রতিপন্ন করা হচ্ছে।
বিবৃতিতে ড্যাব খুমেক শাখার নেতৃবৃন্দ বলেন, সমাজের প্রথম শ্রেণীর নাগরিক, ভবিষ্যত বিশেষজ্ঞ চিৎিসকদের অপ্রতুল ভাতা প্রদান অত্যন্ত অমানবিক। তাদের প্রাপ্য ভাতা গায়েব করে দেওয়া চরম দূর্নীতি। যা নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। যৌক্তিক দাবীতে শান্তিপূর্ণ আন্দোলন প্রত্যেকেরই নাগরিক অধিকার। আন্দোলনরত চিকিৎসকদের দাবী আদায়ের সকল অবস্থায় ড্যাব তাদের পাশে আছে। – খবর বিজ্ঞপ্তির ।