খুলনা, বাংলাদেশ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ৪০৬
  কেসিসির সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক ও তার স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে দুদকের মামলা
  ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
  যুবদল নেতা হত্যা মামলায় সুব্রত বাইন ৭ দিনের রিমান্ডে

বিএসএফ সীমান্তরক্ষী নয়, খুনি বাহিনীতে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম

গেজেট ডেস্ক

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত ৫৪ বছরে চুয়াডাঙ্গাসহ বিভিন্ন সীমান্তে নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। দর্শনা সীমান্তে এক কৃষককে হত্যার ৭ দিন পর তার লাশ ফেরত দিয়েছে বিএসএফ। বিএসএফ কোনো সীমান্তরক্ষী বাহিনী নয় বরং একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষদেরকে খুন করায় যেন তাদের একমাত্র দায়িত্ব।

বুধবার(৯ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে জাতীয় নাগরিক পাটির পথ সভায় দলের আহ্‌বায়ক নাহিদ ইসলাম এ কথা বলেন।

নাহিদ আরো বলেন, ২০২৪ এর রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়েছি। বিবিসির একটা প্রতিবেদনে দেখা গিয়েছে যে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। এই সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগ দায়ী। খুনি হাসিনা এখন ভারতে অবস্থান করছে। ভারত সরকার এখন খুনি, ফ্যাসিস্ট আওয়ামী লীগারদের আশ্রয় দিচ্ছে।

জুলাই পদযাত্রার নবম দিনে দলটির পদযাত্রা ও পথ সভা অনুষ্ঠিত হয় সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়। এ উপলক্ষে জেলার হাটবোয়ালিয়া ও আলমডাঙ্গায় পথ সভা অনুষ্ঠিত হয়।

পথ সভায় উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!