বিএসএফের নির্যাতনে নিহত বাংলাদেশি শাহীন (৩০)নামে এক যুবকের লাশ বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত ১০ টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে লাশটি বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, ২১ বিজিবির দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৭০ আর এর নিকট দিয়ে বাংলাদেশি নাগরিক শাহিন মিয়া (৩০), পিতা- বাছা মিয়া, পোষ্ট-বালুন্ডা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর গত ১৩ ডিসেম্বর অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে।
এ সময় ভারতের ১৫৮/ঘোনারমাঠ ক্যাম্পের টহলদল কর্তৃক আটক ও মারধর করে অবৈধ অনুপ্রবেশের দায়ে বনগাঁও থানায় সোপর্দ করে। উক্ত ব্যক্তিকে শারীরিক নির্যাতনের ফলে অসুস্থ হলে গত ১৬ ডিসেম্বর সকালে বনগাঁও হসপাতালে ভর্তি করা হলে গত ১৭ ডিসেম্বর ১০টায় মৃত্যুবরণ করে।
বিজিবির সুবেদার নজরুল ইসলাম জানান, বাংলাদেশ এবং ভারত হাই কমিশনের আলোচনার মাধ্যমে লাশটি হস্তান্তর করেছে।