বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার উদ্যোগে নগরীর সরকারি বিএল কলেজের ছাত্রীদের জন্য পিঠা ও প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। কলেজের ছাত্রী কমনরুম ও ফিমেল কর্নারে অনুষ্ঠিত পিঠা উৎসবটি ছাত্রীদের মিলন মেলায় পরিণত হয়। উৎসবে ১০১৯ জন বোনের মাঝে ছাত্রী সংস্থার পরিচিতি ও প্রকাশনা তুলে ধরা হয়।
পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রী সংস্থার খুলনা মহানগরীর প্রাক্তন সভানেত্রী ও জামায়াতে ইসলামী খুলনা অঞ্চলের মহিলা বিভাগের সেক্রেটারি বেগম রেজাউন নেসা, সহকারী সেক্রেটারি বেগম নাজমুন নাহার, খুলনা মহানগর ছাত্রী সংস্থার প্রাক্তন সভানেত্রী ও নগর জামায়াতে মহিলা বিভাগীয় সেক্রেটারি বেগম শামসুন নাহার, মহানগরীর প্রাক্তন সভানেত্রী অধ্যাপিকা তানজিলা খাতুন, বিএল কলেজের প্রাক্তন সভানেত্রী ফাতেমা খাতুন, ছাত্রী সংস্থার খুলনা অঞ্চল সহকারী সুমাইয়া ইসলাম, খুলনা মহানগরীর বর্তমান সভানেত্রী সাবিনা খাতুন ও সেক্রেটারি তাবাসসুম আফরিন।
উৎসবে মহানগরীর সেক্রেটারিয়েট ও বিএল কলেজের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএজে