বিএল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ আলীর ওপর হামলার প্রতিবাদে দৌলতপুরের মানববন্ধন করেছে কলেজের শিক্ষক পরিষদ।
বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় দিকে খুলনা-যশোর মহাসড়কেএ কর্মসূচি পালন করা হয়। সরকারি ব্রজলাল (বিএল) কলেজ শিক্ষক পরিষদের ব্যানারে আয়োজিত মানবন্ধনে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান।
অধ্যাপক শংকর কুমার মল্লিকের পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন, খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেন, সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক খান আহমেদুল কবির চাইনিজ, সরকারি বিএল কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. খন্দকার হামিদুল ইসলাম ও বিএল কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফারুখে আজম আব্দুস সালাম।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণের হুশিয়ারি দেন।
এর আগে বেলা ১১টার দিকে দৌলতপুর শহীদ মিনারের সামনে সরকারি ব্রজলাল কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন রাকিব মোড়ল, নিশাত ফেরদাউস অনি, শেখ মোঃ রিয়াজ সাহেদ, ইয়াছিন গাজী, এনামুল হক, বিল্লাল হোসেন, তামিম হাসান শফিক, কাজল কুমার দে, মোঃ রেদোয়ানুল ইসলাম, মাশুক, রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, রাকিব, শামীম, উজ্জল, মিরাজ, আসাদ, অহিদুজ্জামান, শান্তা শ্রাবণী, রূপা, জিএম ইকরামুল ইসলাম, সোহেল রানা, সাদিয়া কবির পৃথা, খালেকুজ্জামান, মোঃ রবিউল ইসলাম, উর্মি, মালিহা, জ্যোতি, পূজা, শফিকুল ইসলাম মাসুদ, অহিদ হাসান, মাসুম বিল্লাহ, শান্তা শ্রাবণী, মোঃ হাকিম, আতাউর রহমান, আলামিন ইসলাম, জুয়েল হাসান জনি, রবিউল ইসলাম, মিম, তিশা, জাহিদ হাসান, মেহেদি হাসান গালিব, আক্তারুজ্জামান, গফফার, কাজল, রাশেদ, হোসাইন, মিরাজ, অসিত, সাগর, এজাজ, হিরণ মোড়ল, শাওন ইসলাম, সালাম, রফিকুল ইসলাম, শাহিন, রূপা আক্তার, শারমিন ও হাসি আক্তার প্রমুখ।
প্রসঙ্গত্ব, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিএল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ আলী(৪০) কে বেধড়ক মারপিট করে দুর্বৃত্তরা। তিনি নগরীর দৌলতপুরের পাবলা মোল্লার মোড়ের মোঃ মতিয়ার রহমান মুন্সীর ছেলে।