খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত
  গ্রেপ্তারের পর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছে সাবেক ওসির শাহ আলম, এক এএসআই সাময়িক বরখাস্ত

বিএনপি যতই হুঙ্কার করুক, জীবনেও ক্ষমতায় আসতে পারবেন না : শেখ হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুস্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি বলেছেন, বিএনপি যতই হুঙ্কার করুক, বাংলাদেশের মানুষ যদি এক থাকে ওরা জীবনেও ক্ষমতায় আসতে পারবে না। ওদের সে জোর নেই, ওদের পায়ের নিচে মাটি নেই। ওদের নেতা তাকের জিয়া নাকি ১১ তারিখ দেশে আসবে। কই ১১তারিখ তো পার হয়ে গেছে। তারেক তো পালিয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়া ফুটবল মাঠে শিবপুর ও হিজলা ইউনিয়নের অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তারেক জিয়া মুসলেকা দিয়ে বিদেশে গেছে। আবার খালেদা জিয়ার নামে যে মামলা, সে মামমলাতো খালেদা জিয়ার নিজের লোকেরাই দিয়ে গেছে। মইনুল বুবু বলে খালেদা জিয়াকে সালাম করত, সেই বুবুকেই মইনুল মামলা দিয়ে গেছেন। এ মামলা তো আওয়ামী লীগ দেয়নি। এখানে আওয়ামী লীগের দোষকি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের মাঝে রয়েছে। তার নেতৃত্বে দেশ চলছে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আগামীতেও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ চলবে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সহ-সভাপতি তাইজুল ইসলাম তারা, সাধারণ সম্পাদক পীযুষ রায়, কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বাদশা মিয়া, বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোঃ জাহাঙ্গীর উকিল।

এদিন চিতলমারী উপজেলার চরচিংগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, চিতলমারী উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে বসে উপজেলার অসহায় শীতার্ত মানুষের মাঝে সাত হাজার কম্বল বিতরণ করেছেন। এছাড়া সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন রহমতপুর ফাজিল মাদ্রাসার নবনির্মিত ভবন, মৈজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও উপজেলা আনসার ব্যারাক উদ্বোধন করেন। সেই সাথে হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিলের অনুদানের চেক প্রদান করেন শেখ হেলাল উদ্দিন এমপি।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!