সাভারে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার তিন বিএনপি নেতাকে দুপুরে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম। এর আগে গত রাতে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল কাদের সৈকত বাদী হয়ে একটি মামলা করেন।
গ্রেপ্তার তিন এজাহারভুক্ত আসামিরা হলেন আশুলিয়া থানা ছাত্রদল নেতা জালাল উদ্দীন ভূইয়া (২২), জাহিদ হোসেন (৩২) ও জাকির হোসেন (৪৮)।
মামলার অন্য আসামিরা হলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ধামরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টুসহ অর্ধশতাধিক নেতাকর্মী। এ ছাড়া শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (২ মার্চ) সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে জেলা বিএনপির সভাপতির বাসভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তারা মহাসড়কে উঠে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পুলিশ দেখে ক্ষিপ্ত হয়ে তারা পুলিশের ওপর হামলা করেন। হামলায় সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান ও একজন কনস্টেবল আহত হন। এ সময় বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে। একই সঙ্গে মামলার অপর আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
খুলনা গেজেট/ এস আই