৫ বছর আগে রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলটির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম মো. আলী হায়দার সোমবার আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের এ আদেশ দেন।
একই সঙ্গে আগামী ৬ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন আদালত। এর ফলে তাদের বিরুদ্ধে এ মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এ্যানি-খোকন ছাড়াও অভিযুক্ত অপর আসামিদের মধ্যে রয়েছেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, শাহ আলম, হারুন উর রশীদ, হাবিবুরসহ প্রমুখ।
চার্জগঠনের দিন কারাগারে থাকা বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকনসহ অন্যান্য আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এ ছাড়া জামিনে থাকা আসামিরাও আদালতে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৮ সালে ফেব্রুয়ারিতে পল্টন থানায় বিএনপি নেতাদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করে পুলিশ। তদন্ত শেষে ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
খুলনা গেজেট/ টিএ