খানজাহান আলী থানা বিএনপি নেতা ও থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক গিলাতলা দক্ষিণ পাড়া এলাকার মোল্লা আলী আহম্মদ ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) । ৭ অক্টোবর(বুধবার) সকাল ৮ টায় শিরোমনি বাজারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বাজারের ব্যবসায়িরা তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা খুমেক হাসপাতালে হস্তান্তর করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২ টার সময় ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ৪ পুত্র , ৩ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
বুধবার বাদ আছর গিলাতলা কেডিএ আবাসিক মাঠে জানাযা শেষে আবাসিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, খুলনা ৫ আসনের সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার , আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মির কায়সেদ আলী, নগর বিএনপির সহ -সভাপতি শেখ ইকবাল হোসেন, জেলা বিএনপির সহ- সভাপতি এস এ রহমান বাবুল, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম,এনামুল হাসান ডায়মন্ড, ফুলতলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গাওসুল আযম হাদী, মুন্সি মইনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, হাসান মাহমুদ টিটো, হাফেজ গোলাম মোস্তফা, অধ্যাপক ওহিদুজ্জামান, আবু সাইদ হাওলাদার আব্বাস, রফিকুল ইসলাম শুকুর, শেখ আঃ সালাম , মিনা মোরাদ হোসেন, মোল্লা সোহরাব হোসেন, শেখ তরিকুল ইসলাম, আলহাজ্ব আল আমিন, ফরহাদ হোসেন, আনোয়ার হোসেন, মোল্লা সোলায়মান, আজাহার গাজী, শাওন জমাদ্দার, নাসির, লিমন মোল্লা, রফিকুল ইসলাম , বাচ্চু, খান রিয়াজুল ইসলাম রাজা, সাংবাদিক সাইফুল্লাহ তারেক, ছাত্রদল নেতা বিল্লাল হোসেন, মামুম বিল্লাহ প্রমুখ ।
খুলনা গেজেট/কেএম