খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আজই লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া

বিএনপি নির্বাচনে আসতে ভয় পায় : শেখ হেলাল

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতু ও মেট্রোরেল নির্মানসহ দেশের সার্বিক উন্নয়ন হয়েছে। কিন্তু বিএনপি দেশের সকল উন্নয়নকে অস্বীকার করে। বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। কিভাবে নির্বাচনে আসবে তাদের নেত্রী বেগম খালেদা জিয়া দূর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামী, নির্বাচনে অযোগ্য। নেত্রীর ছেলে তারেক জিয়া বিদেশে পলাতক। তারা আর কখনও ক্ষমতায় আসতে পারবে না।

সোমবার (১৪ মার্চ) বিকেলে বাগেরহাট সদর উপজেলার চিরুলিয়া স্কুল এ্যান্ড কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও স্কুলের ১০৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হেলাল উদ্দিন আরও বলেন, আওয়ামী লীগ অনেক বড় দল। দলের মধ্যে কিছু সমস্যা ও ভেদাভেদ রয়েছে। এসব ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনার আহবান জানান তিনি।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফিরোজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের সহধর্মিনী রুপা চৌধুরী, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুল আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, চিরুলিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুর পূর্বে চিরুলিয়া স্কুল এ্যান্ড কলেজের একতলা ভবনের উর্দ্ধমুখী তিন তলা সম্প্রসারণের কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন । শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে এই ভবনটি নির্মান করছেন।

 

খুলনা গেজেট/কেএ

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!