খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন

বিএনপি জনগণের রাজনীতি করে, এখানে সন্ত্রাস ও চাঁদাবাজীর স্থান নেই : হেলাল

নিজস্ব প্রতিবেদক

কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি জনগণের রাজনীতি করে, এখানে সন্ত্রাস ও চাঁদাবাজীর স্থান নাই। ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার জন্য বিএনপি রাজনীতি করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন এদেশের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিতে বসবাস করবে। একারণে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। বিগত সরকার গত ১৬ টি বছরে এদেশে মানুষের বাক স্বাধীনতা হরন করে ভোটের নামে দিনের ভোট রাতে নিয়েছিলো। শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের সর্বত্র গনতন্ত্রের বাতাস এবং ধানের শীষের সু বাতাস বইছে।

তিনি আজ ২২ নভেম্বর(শুক্রবার) বিকালে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগ এদেশের নিরীহ বিএনপি নেতাকর্মীকে নৃশংস নির্যাতন, অত্যাচার,জুলুম এবং মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছিলো। তারপরও দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আওয়ামীলীগের সাথে আপোষ করেন নি। আওয়ামী লীগ এখন বিশ্বাসঘাতক রাজনৈতিক দল হিসাবে জনগনের কাছে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখতে শহীদ জিয়ার সূর্য সৈনিকদের প্রস্তুত থাকার তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের তিনি আহবান জানান।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক আহবায়ক আমির এজাজ খান,সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি,জেলা শাখার সাবেক যুগ্ন আহবায়ক আবু হোসেন বাবু, জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, শেখ আঃ রশিদ, এনামূল হক সজল, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, কয়রা বিএনপি নেতা মোমরেজুল ইসলাম, রূপসা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বিকাশ মিত্র, কেন্দ্রীয় ছাত্রদল নেতা পার্থদেব মন্ডল।

শ্রীফলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ইজারাদারের সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু, এসএম শামীম কবির, জিএম কামরুজ্জামান টুকু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল সাহা, জেলা তাঁতিদল সদস্য সচিব মাহমুদুর আলম লোটাস, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রয়েল আজম, বিএনপি নেতা কবির মোল্যা, বাশির আহম্মেদ মোল্যা, উপজেলা যুবদল আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রুবেল মীর, ইউনিয়ন বিএনপি নেতা আঃ মালেক শেখ, খান আনোয়ার হোসেন, কবির শেখ,আজিজুর রহমান, দিদারুল ইসলাম, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান জিয়াউল ইসলাম, মাহাতাব হোসেন, ইলিয়াস হোসেন মল্লিক, হাকিম কাজী, হাফেজ জাহিদুল ইসলাম, খায়রুল ইসলাম খোকন, মুন্না সরদার, খান আলিম হাসান, মর্জিনা বেগম, লতা বেগম, জহিরুল হক শারাদ, খন্দকার ইমরান হোসেন, রাতুল কাজী প্রমুখ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!