খুলনা, বাংলাদেশ | ২ আশ্বিন, ১৪৩১ | ১৭ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৭
  রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২
  ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

বিএনপি খুলনা’ ব্যানারে ত্রাণ সংগ্রহ বন্ধের দাবি মহানগর কমিটির

গেজেট ডেস্ক

খুলনা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের ভুয়া পরিচয় দিয়ে স্বার্থান্বেষী মহল ‘বিএনপি খুলনা’ ব্যানারে জনগণের কাছে ত্রাণের নামে চাঁদা তুলছে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, ওই নামে বাংলাদেশে কোন রাজনৈতিক দল নেই। ‘বিএনপি খুলনা’ ব্যানারে ত্রাণের নামে যারা চাঁদা তুলছে তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ, ‘বিএনপি খুলনা’ ব্যানারে ত্রাণ সংগ্রহের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন। তারা বলেন মহল বিশেষ যারা বিএনপি থেকে পদত্যাগ করেছেন তারা ত্রাণ সংগ্রহের নামে যা করছেন তা রীতিমত চাঁদাবাজির সামিল। দলের নাম ব্যবহার করে অথবা ভুয়া পরিচয়ে চাঁদাবাজি করলে তা মহানগর বিএনপি বরদাশত করবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ ইতিঃমধ্যে কেন্দ্রীয় ত্রাণ কমিটির কাছে ত্রাণের অর্থ প্রদান করেছে। কিন্তু কেডিএ এভিনিউ এর তেতুলতলা নামক স্থানে যারা ত্রাণের নামে টাকা তুলছে তাদের চাঁদাবাজি বন্ধ করতঃ ভবিষ্যতে এধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন। অন্যথায় খুলনা মহানগর বিএনপি আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেন।

বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।- খবর বিজ্ঞপ্তির




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!