খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল এক লাখ ১ হাজার
  জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু
  সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে, আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সীন রক্ষায় এমন সিদ্ধান্ত : প্রেস সচিব
  শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

বিএনপির ৮০ ভাগ নেতাকর্মী সরকারের দমন পীড়নের শিকার : ফখরুল

গেজেট ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির বর্তমানে ৮০ ভাগ নেতাকর্মী এই সরকারের দমন পীড়নের শিকার। সারাদেশেই এখন বিএনপি নেতারা ভয়ে আছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে গুলশান কার্যালয়ে বিএনপর আন্দোলনে খুন, গুম ও পঙ্গুত্বের শিকার ব্যক্তির পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী দলের উপর দমন নিপীড়ন আর নির্যাতনকেই ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার বানিয়েছে সরকার। যার প্রথম শিকার হলেন বেগম খালেদা জিয়া। সরকার বিভিন্ন কৌশলে নির্বাচন ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ সময় গণতন্ত্র রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া আহ্বান করেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, এই শক্তিকে পরাজিত না করলে মুক্তি পাওয়া সম্ভব না। কাউকে হতাশ না হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!