খুলনা, বাংলাদেশ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  হত্যা মামলায় মমতাজ ৪ দিনের রিমান্ডে
  নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ফের বুধবার

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় ৬দিনের কর্মসূচি

গেজেট ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে এবার খুলনায় সর্বকালের সর্ববৃহৎ শো’ডাউনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। পতিত আওয়ামী সরকারের স্বৈরাচারী দোসরদের সকল ষড়যন্ত্র রুখে দিতে খুলনার সর্বস্তরের জনগণকে সাথে থাকার আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে গৃহিত কর্মসূচিতে দলের সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের সর্বাত্মক অংশগ্রহণের আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. এসএম শফিকুল আলম মনা ও সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন।

কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১ সেপ্টেম্বর বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বিশাল সমাবেশের পর নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের হবে। ২ সেপ্টেম্বর বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে খুলনা বিএনপি’র পক্ষ থেকে বিশেষ ক্রোড়পত্র উদ্বোধন করা হবে। ৩ সেপ্টেম্বর মহানগরীর পাঁচ থানায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি বের হবে। ৪ সেপ্টেম্বর সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জমায়েতের পর নির্ধারিত স্থানে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপন কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত। ৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দিনব্যাপী নগর পরিচ্ছন্নতা অভিযান। ৬ সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এঁর মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা ও আহতদের আরোগ্য কামনায় থানায় থানায় বিশেষ দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি’র কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ ক্রোড়পত্র স্থানীয় সকল দৈনিকে প্রকাশের বিশেষ অনুরোধ করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!