খুলনা, বাংলাদেশ | ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত ২
  চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাবেন খালেদা জিয়া : ফখরুল; কাতার আমিরের পাঠানো ‌‌’বিশেষ এয়ার এম্ব্যুলেন্স’ বিমানে যাবেন তিনি

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল, খুলনায় নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষির্কী আগামীকাল বৃহস্পতিবার। দিবসটি উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করেছে দলটির খুলনা মহানগর ও জেলা শাখা। কর্মসূচির মধে্য রয়েছে, সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে খুলনা নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে দলীয় ও
জাতীয় পতাকা উত্তোলন, বিকেল সাড়ে ৩টায় দলীয় কার্যালয়ের সামনে জমায়েত এবং সংক্ষিপ্ত সমাবেশ শেষে নগরীতে র্যালি। খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে এসব সকল কর্মসূচি পালন করবে।

তবে এবারই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বেলুন বা ফেস্টুন উড়নো হবে না। তার পরিবর্তে সারা দেশে শাসক দলের নেতাকমীদের হামলা ও পুলিশের গুলিতে নিহত ও আহতদের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে মিছিল করবেন বিএনপির নেতাকর্মীরা।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর দিন স্মরণকালের বৃহত্তম গণজমায়েত সৃষ্টি করে রাজপথে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে। বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের অন্তত ১৫ হাজার নেতাকর্মী এই সমাবেশে যোগ দেবে। তাদের হাতে থাকবে হামলা-নির্যাতনে আহত রক্তাক্ত নেতাকর্মীদের ছবি। ভাংচুর ও অগ্নিসংযোগকৃত দলীয় কার্যালয়ের চিত্র। এটাই সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!