মাগুরা সদর উপজেলার আলোকদিয়া বাজারে স্থানীয় বগিয়া ইউনিয়নে বিএনপির সদস্য ফরম সংগ্রহ অনুষ্ঠানে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
আহতরা জানান, দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে বিকেলে বগিয়া ইউনিয়নের আলোকদিয়া বাজারে ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহের জন্য ফরম বিতরণ চলছিল। এ সময় ফরম বিতরণের বিষয়টি নিয়ে বগিয়া ইউনিয়ন পরিষদের দুই সাবেক চেয়ারম্যান নিজামউদ্দিন ও আনিচ সরদারের সমর্থকদের মধ্যে হট্টগোল শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এ সময় হামলা-পাল্টা হামলায় উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের মধ্যে আল মামুন (৪০), শিমুল (২৫), রাহাদুজ্জামান (১৬), মাহুরাব (৪০), কুরবান (৩২), মিজানুর (৫৫), রেজা (২৩), বিপ্লব (৩৫) ও শামীমকে (২৩) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আনিচুর রহমানের সমর্থক শামীম আহম্মেদের অভিযোগ, ৪ নম্বর বগিয়া ইউনিয়ন বিএনপির ফরম বিতরণের অনুষ্ঠান ছিল। আগে থেকে ইউনিয়নে পূর্ববিরোধ চলছিল। ৯ জনের একটি সার্চ কমিটিও দেওয়া হয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৯টি ওয়ার্ডের বিএনপি সমর্থকদের ডেকে ফরম বিতরণ শুরু হয়। অনুষ্ঠানের শুরুর দিকে সব ঠিকঠাক থাকলেও পরে আনিচ চেয়ারম্যান ও নিজাম চেয়ারম্যানের গ্রুপের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
নিজামউদ্দিনের সমর্থক আল মামুনের অভিযোগ, ফরম সংগ্রহ অনুষ্ঠানে জেলা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রথম দিকে অনুষ্ঠান সুষ্ঠুভাবে শুরু হলেও শেষ দিকে দু’পক্ষে হট্টগোল শুরু হয়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিনি বলেন, বিএনপির কমিটির মধ্যে স্থানীয় আওয়ামী লীগ সমর্থককে সদস্য ফরম বিতরণ করা হয়, যা থেকে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।
মাগুরা সদর থানার ওসি আয়ুইব আলী বলেন, স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খুলনা গেজেট/ টিএ