বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানসহ বেশ কয়েকজন নেতা করোনা ভাইরাসে আক্রান্ত। করোনাভাইরাসে আক্রান্তদের তালিকায় দলের নেতাকর্মীদের এ সংখ্যা বাড়ছে। গত রোববার দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর করোনা পজিটিভ এসেছে। এ তালিকা রয়েছেন যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দলীয় সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শামা ওবায়েদ, প্রশিক্ষণ বিষয়কসহ সম্পাদক মোর্শেদ হাসান, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূইয়া জুয়েল।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, তার স্ত্রী বেগম রহিমা শাহজাহান উভয়ই করোনা আক্রান্ত। আক্রান্তদের মধ্যে সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ছাড়া বাকিরা চিকিৎসকের পরামর্শে বাসায় রয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে আক্রান্তদের খোঁজখবর রাখছেন।
স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘গত রোববার (পহেলা নভেম্বর) হঠাৎ করেই কিছুটা অসুস্থবোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হই। চিকিৎসক আমার নমুনা সংগ্রহ করে রাতেই পরীক্ষা করেন। পরে ফল পজিটিভ আসছে। করোনা পজিটিভ হলেও এখনো স্বাভাবিক অবস্থায় আছি। বর্তমানে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছি।’
জানা গেছে, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সুলতান সালাহউদ্দিন টুকু করোনা মুক্ত হয়েছেন। তবে করোনা থেকে মুক্ত হলেও শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছেন। দলীয় সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের নির্বাচনী এলাকা আগৈলঝাড়া-গৌরনদীর বিভিন্ন মসজিদে তার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়েছে।