খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদের পাশে একাধিক বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ৯টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার এই ঘটনা ঘটে।
আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতাপ রায় জানান, প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে আমরা বাজারের ভূমি অফিস মোড়ে অগ্রণী যুবসংঘ ক্লাবে মিটিং করছিলাম। এ সময় বিকট শব্দ শুনে আমরা আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে দেখি মানুষ দৌড়াচ্ছে।
ডুমুরিয়া থানার ওসি (অপারেশন) কবিরুল হোসেন বলেন, বোমা বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থল থেকে ৯টা তাজা বোমা, খালেদা জিয়ার মুক্তি ও টেকব্যাক বাংলাদেশ লেখা লিফলেট উদ্ধার করেছি। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বলেন, মহাসমাবেশে যোগ দিতে বিএনপির নেতাকর্মীরা এখন ঢাকায়। পরিকল্পিতভাবে বোমা বিস্ফোরণ এবং সেখান থেকে বিএনপির লিফলেট উদ্ধার দেখিয়ে সাজানো ঘটানোর দায় বিএনপির কাধে চাপানোর চেষ্টা চলছে। তিনি বলেন, ঘটনাস্থল থেকে যে লিফলেট উদ্ধার দেখানো হচ্ছে, তার সঙ্গে বিএনপির প্রচার করা লিফলেটের কোনো মিল নেই। পুরো বিষয়টি সাজানো এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের অপকৌশল।