খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

বিএনপি’র মহাসমাবেশকে খুলনার মানুষ প্রত্যাখান করেছে : খালেক

নিজস্ব প্রতিবেদক

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। আমাদের মনে রাখতে হবে, সংগঠন যদি শক্তিশালী হয়, সংগঠনে যদি ঐক্য থাকে, সংগঠন যদি জনগণের পাশে থেকে জনমত সৃষ্টি করতে পারে যেকোন কিছু অর্জন করা সম্ভব হয়। যা আমরা বার বার প্রমাণ করেছি। তাই সংগঠনের সবাইকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। যার যে দায়িত্ব তা যথাযথভাবে পালন করতে হবে।

তিনি বলেন, ২২ অক্টোবর বিএনপি’র মহাসমাবেশকে খুলনার মানুষ প্রত্যাখান করেছে। সমাবেশকে ঘিরে বিএনপি’র সন্ত্রাসী কর্মকান্ডের ভয়ে দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সবাই তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছিল। এমনকি তাদের ভয়ে রিকসা, ইজিবাইকসহ কোন যানবাহন চলাচল করতে পারেনি। এসব কারণে খুলনা মহানগরী ও জেলার ব্যবসায়ীরা ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মূখিন হয়েছে। এর দায়ভার বিএনপিকে নিতে হবে। তিনি বিএনপি’র এ সমাবেশ প্রত্যাখান করায় খুলনার মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানান।

খুলনায় বিএনপি নেতৃবৃন্দের অশালীন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, খুব স্বল্প সময়ের মধ্যেই এর সমুচিত জবাব দেওয়া হবে। তিনি নেতাকর্মীদের যে কোন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বৃহস্পতিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কাজি হামিদ আসগরের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মসূচি গুলো ২রা নভেম্বর সদর থানা অওয়ামী লীগের বর্ধিত সভা। ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা। ৪ঠা নভেম্বর দৌলতপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে নতুন রাস্তা মোড়ে জনসভা। ৫ নভেম্বর সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের বর্ধিত সভা। ১১ নভেম্বর খালিশপুর থানা আওয়ামী লীগের বর্ধিত সভা। ১২ নভেম্বর খানজাহান আলী থানা আওয়ামী লীগের বর্ধিত সভা।

১৬ নভেম্বর শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একমাত্র চাচীর বেগম রাজিয়া নাসের এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল।

১ ডিসেম্বর শহীদ হাদিস পার্কে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জনসভা।

এসময়ে বক্তৃতা করেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, খালিশপুর থানা আওয়ামী সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. আইয়ুব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আলমগীর কবির, এ্যাড. খন্দকার মজিবর রহমান, শেখ মো. আনোয়ার হোসেন, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফরাজী, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. অলোকা নন্দা দাস, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, শেখ মো. জাহাঙ্গীর আলম, শেখ ইউনুস আলী, কামরুল ইসলাম বাবলু, বিরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, মোজাম্মেল হক হাওলদার, শেখ মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শ ম রেজওয়ান, মাহবুবুল আলম বাবলু মোল্লা, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ আবিদ হোসেন, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম বাশার, শহিদুল ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাষ, বীর মুক্তিযোদ্ধা কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, এস এম আকিল উদ্দিন, প্যানেল মেয়র এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর মোহাম্মদ আলী, কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, কাউন্সিলর মনিরুজ্জামান মনির, কাউন্সিলর শেখ সামসুদ্দিন আহমেদ প্রিন্স, কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর এইচ এম ডালিম, কাউন্সিলর এস এম খুরশিদ আহমেদ টোনা, কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, কাউন্সিলর গোলাম মওলা শানু, কাউন্সিলর মাষ্টার আব্দুস সালাম, মহিলা কাউন্সিলর মাহমুদা বেগম, পারভিন আক্তার, শাহিদা বেগম, মনিরা বেগম, কণিকা সাহা, রেকসোনা কালাম লিলি, বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন মিয়া, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, এম এ নাসিম, এস এম আসাদুজ্জামান রাসেল, অধ্যা. এ বি এম আদেল মুকুলসহ সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!