খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, আগামী দিনে বাংলাদেশ কোন পথে যাবে, তা রাজপথে ফয়সালা হবে। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই লক্ষ্যে কাজ করছেন। তার চিন্তাকে বাস্তবে রূপ দেয়া কর্মী হিসেবে আমাদের দায়িত্ব। এ জন্য বিএনপির ভ্যানগার্ড জাতীয়তাবাদী ছাত্রদলকে সবসময় প্রস্তুত থাকবে হবে।
শনিবার (২৩ জুলাই) খুলনা মহানগর ছাত্রদলের অন্তর্গত ৩১ টি ওয়ার্ড ও ৩ টি ইউনিয়নে প্রাথমিক তথ্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থ সরকারকে বিদায়ের ঘন্টা বেজে গেছে। চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে তিনি ছাত্রদলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইসতির সভাপতিত্বে ও খুলনা মহানগর ছাত্রদলের সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাসান মাহমুদ, সৈয়দ ইমরান, সাজ্জাদ হোসেন জিতু, হেদায়েত উল্লাহ দিপু,কাজী আসিফুর রহমান, মাজহারুল ইসলাম রাসেল,এস এম ইউসুফ, ইলিয়াস সর্দার, আব্দুল আহাদ শাহিন,শাকিল আহমেদ, আরিফুল ইসলাম টুকু, ফারুক হোসেন, আল আমিন লিটন, মাসুম বিল্লাহ, নাজিম উদ্দীন শামীম, ইয়াসিন গাজী, পারভেজ আহমেদ, রাজু আহমেদ, ইজবুর রহমান ইমুল, আবু সালেহ শিমুল, শেখ সাজ্জাদ হোসেন রিপ্তি, অমিত মল্লিক, আব্দুস সালাম, নাম্মিন হোসেন মারজান, কাজী সালমান মেহেদি, রবিউল ইসলাম, হাবিবুর রহমান বিপ্লব, আমিনুজ্জামান সুজন, খালিদ বিন ওয়ালিদ শোভন, ইসমাইল হোসেন, আরিফ মোল্লা তূর্য, রাব্বি চৌধুরী, মিরাজ হোসেন মানিক, জুবায়ের হাসান রাফি, হানিফ আকাশসহ অনেকে। পরে ছাত্রদলের প্রাথমিক তথ্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
খুলনা গেজেট / আ হ আ