খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বিএনপির ভৈরব থেকে সিলেট রোড মার্চ আজ

নিজস্ব প্রতিবেদক

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জের ভৈরব থেকে সিলেট পর্যন্ত রোড মার্চ করবে বিএনপি। আওয়ামী লীগ সরকারের এ মেয়াদে এটি বিএনপির প্রথম রোড মার্চ। চূড়ান্ত আন্দোলনের শেষ ধাপে এসে জেলা পর্যায়ে পাঁচটি রোড মার্চ করবে দলটি।

স্থানীয় নেতারা জানান, সকালে ভৈরব বাসস্ট্যান্ড থেকে রোড মার্চ শুরু হয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মৌলভীবাজারের শেরপুর হয়ে বিকেলে সিলেটে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।কর্মসূচি শুরুর আগে সকাল সাড়ে ৯টায় ভৈরব বাসস্ট্যান্ডে সমাবেশ হবে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শরিফুল আলম বলেন, কর্মসূচিতে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রধান অতিথি ও আমীর খসরু মাহমুদ চৌধুরী বিশেষ অতিথি থাকবেন। তিনি বলেন, রোড মার্চটি সিলেটে বিকেল সাড়ে ৪টার মধ্যে পৌঁছার কথা রয়েছে। এরপর সেখানে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

বিএনপির সিলেট মহানগরের সাবেক আহ্বায়ক কমিটির সদস্যসচিব মিফতা সিদ্দিকী সাংবাদিকদের বলেন, সিলেট আলিয়া মাদরাসা মাঠে রোড মার্চে অংশগ্রহণকারীরা সমবেত হবেন। সেখানে সমাবেশ হবে।

ভৈরব থেকে সিলেটের পর ২৩ সেপ্টেম্বর বরিশাল থেকে পটুয়াখালী, ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ এবং ৩ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোড মার্চ করবে বিএনপি।

এর আগে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে রংপুর ও রাজশাহী বিভাগে রোড মার্চ হয়েছে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!