বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ( ডিবি)।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকালে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি জানান, কয়েক দিন আগে অনুমতি ছাড়া যাত্রাবাড়ী এলাকায় রাস্তা বন্ধ করে তারা যে সমাবেশ করেছিলেন, সেখানে পুলিশ বাধা দেওয়ার কারণে স্থানীয় ছাত্রদল, যুবদল, বিএনপির নেতারা পুলিশের ওপর হামলা করেছে। তিনটি বাসে আগুন লাগিয়েছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় চারটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি মামলায় এক নম্বর আসামি হচ্ছেন সালাউদ্দিন। বাকি দুটি মামলাতেও তিনি এজাহারভুক্ত আসামি। সে কারণে ডিবি ওয়ারী বিভাগ তাকে গ্রেপ্তার করেছে। তাই আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা যা নেওয়া দরকার তা নিয়েছি।
এর আগে সালাউদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সাংবাদিকদের অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী থেকে ওনাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে।
খুলনা গেজেট/কেডি