যশোর থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নি (৪৭) কে গ্রেপ্তার করেছে র্যাব-৬। শনিবার দিবাগত রাতে যশোরের ঘোপ জেল রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
সাবিরা সুলতানা মুন্নি বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য এবং ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি যশোর জেলার ঝিকরগাছা থানার কীর্তিপুর ৫নং ওয়ার্ডের মৃত নাজমুল ইসলামের স্ত্রী এবং মোঃ আব্দুল মান্নানের মেয়ে।
র্যাব-৬, যশোর এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর ঝিকরগাছা উপজেলায় বিএনপির একটি মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারনামীয় আসামী সাবিরা সুলতানা মুন্নিকে শনিবার দিবাগত রাতে ঘোপ জেল রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় আরও ২ টি বিস্ফোরক মামলা রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যশোর ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম