খুলনা, বাংলাদেশ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৪৪৪ জন

বিএনপির আগরতলামুখী লংমার্চ আজ

গেজেট ডেস্ক

রাজধানী ঢাকা থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা অভিমুখে আজ লংমার্চ করবে বিএনপি। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে সকাল ৮টায় নয়াপল্টন থেকে এ কর্মসূচি শুরু হবে। ভারতের আগ্রাসন ও তথ্য-সন্ত্রাসের প্রতিবাদে গত রোববার ঢাকায় দেশটির হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার পর লংমার্চ করছেন নেতাকর্মীরা।

সংগঠন তিনটির নেতাকর্মীরা জানান, লংমার্চটি মতিঝিল শাপলা চত্বর, কাঁচপুর ব্রিজ, ভূলতা গাউছিয়া, পাঁচদোনা হয়ে ভৈরব বাজারে সমাবেশ করবে। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার স্থলবন্দর আখাউড়া সীমান্তে পৌঁছানোর কথা রয়েছে। এ কর্মসূচির মাধ্যমে জাতীয় স্বার্থে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানের পাশাপাশি ভারতের নানা ষড়যন্ত্র এবং উস্কানির বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

লংমার্চ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংগঠনগুলো। শত শত গাড়ি, খোলা ট্রাক আর মোটরসাইকেলে ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড কমিটির নেতাকর্মী আর সমর্থকরা কর্মসূচিতে অংশ নেবেন। এ ছাড়া পথে পথে বিভিন্ন জেলার বিভিন্ন সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা এই বহরে যোগ দেবেন। এজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এর বাইরে দেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া সাধারণ ছাত্র-যুবরাও কর্মসূচিতে অংশ নিতে পারবেন বলে জানা গেছে। ব্যানার, পোস্টার, ফেস্টুন, প্ল্যাকার্ডে ফুটিয়ে তোলা হবে ভারতের বিভিন্ন অপতৎপরতার বিষয়।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!