খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে নিহত ১
  শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে নিশ্চিত নয় ট্রাইব্যুনাল

বিএনপির আইনসম্পাদকসহ ১০ আইনজীবীর নামে মামলা

গেজেট ডেস্ক

ভয়ভীতি ও মারধরের অভিযোগ এনে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ ১০ আইনজীবীর বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী। সোমবার (৫ ফেব্রুয়ারি) শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন তিনি।

ব্যারিস্টার কামালসহ মামলার অন্য আইনজীবীরা হলেন, শাহের খান পাঠান, এরশাদ ওরফে রাশেদ, উজ্জল, আব্দুল্লাহ আল মাহবুব, উচ্ছল, গাজী তৌহিদুল ইসলাম, শহীদুল ইসলাম সপু, মাকসুদ উল্লাহ, শহীদুজ্জামান।

মামলার অভিযোগে বলা হয়, গত ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সারা বাংলাদেশে কোর্ট বর্জনের ডাক দেয় বিএনপিপন্থি আইনজীবীরা। এর মধ্যে ৩ জানুয়ারি একটি মামলার খবর নিতে সুপ্রীম কোর্ট গেলে আইনজীবী ফোরামে কোন পদ না থাকা সত্ত্বেও ব্যারিস্টার কায়সার কামাল সামাজিক ও পেশাগত ভাবমুর্তি ক্ষুন্ন করতে উক্ত ফোরাম থেকে আমাকে বহিষ্কার করে।

ওইদিন দুপুরে আমাকে বহিষ্কারের কারণ জানতে চাইলে ধমক দিয়ে পাশে থাকা অনুসারীদেরকে ধরার জন্যে বলেন ব্যারিস্টার কায়সার কামাল। সেখান থেকে কোন রকমে বের হয়ে চলে আসলেও বিকালে আমার ঠিকানায় এসে সুপ্রীম কোর্ট বারের মূল ভবনের ৪০৯ নম্বর রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে ব্যারিস্টার কামালের নির্দেশে আইনজীবী শাহের খান পাঠান আমার মুখে ঘুষি মারে। এর কারণ জানতে চাইলে আইনজীবী এরশাদ ওরফে রাশেদ আমার বাম চোখের নিচে লোহার চেয়ার দিয়ে স্বজোরে আঘাত করে।

এ ঘটনার সময় ওরা ছাড়াও বাকী আসামীরাসহ অজ্ঞাতনামারা আমাকে নির্দয়ের মত মেরে মেঝেতে ফেলে দেয়। আমাকে ভয়ভীতি দেখিয়ে আমার প্রাণনাশের হুমকিও দেয়। আমার প্যান্টের পকেটে থাকা ১০ হাজার ৫৭৫ টাকাও নিয়ে নেয় তারা।

পরবর্তীতে আমার চিৎকারে আশেপাশের রুমের লোকজন এসে আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!