খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

বা‌জে হা‌রের পর তা‌মিম যা বল‌লেন

ক্রীড়া প্রতিবেদক

সিরিজ শুরুর আগে পেস বিভাগ নিয়ে আশার কথা শুনিয়েছিলেন বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু বোলারদের লড়াই করার পুঁজি তো এনে দেওয়ার কথা ব্যাটসম্যানদের। সেই জায়গায় পুরোপুরি ব্যর্থ বাংলাদেশের ব্যাটসম্যানরা। মাত্র ১৩১ রানের পুঁজি নিয়ে কতটুকুই বা লড়াই করা যায়? ফলাফল যা হবার তাই হলো। দুই উইকেট খরচায় ১৭২ বল হাতে রেখে জয় তুলে নিল নিউজিল্যান্ড।

ম্যাচ শেষে অকপটে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে নিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম। এমন বাজে পারফরম্যান্সের কোনো অজুহাত দিচ্ছেন না তিনি। মূলত নিজেদের পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে না পারাকেই দুষলেন অধিনায়ক। হারের দায় নিয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিলেন তামিম।

তামিমের কথায়, ‘কুইন্সটাউনে আমরা বেশ কিছু দিন কাটিয়েছি। আমাদের প্রস্তুতি ঠিক ছিল। আমি এসব বিষয় নিয়ে কোনো অভিযোগ করতে পারি না। এখানের কন্ডিশন আমাদের জন্য নতুন নয়। আমরা প্রায়ই নিউজিল্যান্ডে আসি। যদিও নিউজিল্যান্ড আমাদের ওখানে যায় না (হাসি)। তাই এই কন্ডিশন আমাদের জন্য কখনোই নতুন না। আমরা জানি, এখানে (কন্ডিশন) কেমন হতে পারে। আমরা আশা করব আগামী ম্যাচে ভাল কিছু করার।’

নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার কথাও জানালেন বাংলাদেশ অধিনায়ক, ‘অনেক আলগা শটে উইকেট হারিয়েছি আমরা। কোনো সন্দেহ নেই যে, তারা ভালো বোলিং করেছে। তবু আমার মনে হয়, বেশ কিছু ল্যুজ শট খেলেছি। এর দায় আমাদেরই নিতে হবে। আমরা আমাদের ব্যাটিংয়ের ওপর অনেক গর্ববোধ করি কিন্তু আজ সেটা ক্লিক করেনি। এই উইকেটে ১৩১ রান জেতার মতো ধারেকাছেও ছিল না। আশা করছি আমরা নিজেদের ভুলগুলো বের করতে পারব এবং পরের ম্যাচে আর সেগুলোর পুনরাবৃত্তি করব না।’

ম্যাচটিতে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে মেহেদি হাসানের। বাংলাদেশের ১৩৫তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হলো। অভিষেক ম্যাচে মোটামুটি ছাপ রেখেছেন তিনি। ব্যাটিংয়ে নেমে নিজের দ্বিতীয় বলেই কাভার দিয়ে হাঁকান ৯৪ মিটারের ছক্কা। পরে বোলিংয়ে ছয় ওভার হাত ঘুরিয়ে দেন মাত্র ১৭ রান।

তরুণ মেহেদির প্রশংসা করে তামিম বলেন, ‘আমার কাছে প্রথম শটটা অসাধারণ লেগেছে। সে আরও কিছুক্ষণ খেলতে পারলে আমার ভালো লাগত। আমার মতে, সে বোলিংটাও দারুণ করেছে। সবাই জানে, এই কন্ডিশনে স্পিন বোলিং করার খুব একটা সহজ কাজ নয়। তবে আজ মেহেদি নিজের সহজাত সামর্থ্যের ছাপ রেখেছে।’

ক্রাইস্টচার্চে সিরিজের পরের ম্যাচ আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। দিবা-রাত্রির ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল ৭ টায়।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!