রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণের মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার বেলা ২টা ৫৩ মিনিটে ওই ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ব্যবসায়ীরা আগুন নিভিয়ে ফেলেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। এর আগেই আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং এতে কেউ হতাহত হয়েছেন কি না তা জানা যায়নি।
খুলনা গেজেট/ এসজেড