বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা পড়ার সময় পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কয়েকজন কর্মীকে আটকও করে পুলিশ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বায়তুল মোকাররম মসজিদে ঢাকা মহানগর আওয়ামী লীগের দোয়া ও মোনাজাত চলছিল। তখন কিছু জামায়াত কর্মী গায়েবানা জানাজা শুরু করতে চাইলে মসজিদের ভেতরে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে তাদের ধাক্কা-ধাক্কি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল ছুড়েন নেতাকর্মীরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জোহর নামাজের পর বায়তুল মোকাররমে গায়েবানা জানাজা পড়ার চেষ্টা করেন জামায়াতের নেতাকর্মীরা। এরপর বায়তুল মোকাররম উত্তর গেটের সামনে বিক্ষোভ শুরু করে।পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ধাওয়া দেয় ও টিয়ারশেল নিক্ষেপ করে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন মিয়া বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণ থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।
খুলনা গেজেট/ বিএম শহিদুল