বাড়ি থেকে নিরুদ্দেশ হওয়া যুবকদের মধ্যে চারজনসহ মোট সাতজনকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার সকালে র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কোচিংয়ে যাওয়ার কথা বলে গত ২৩শে আগস্ট বাসা থেকে বের হন কুমিল্লার সাত কলেজ শিক্ষার্থী। তারপর আরও কয়েকজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া চারজনসহ সাতজনকে গতকাল বুধবার ঢাকার আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারের বিষয়ে দুপুরে রাজধানীর কাওরান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাব মুখপাত্র।