খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে
  জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম
  উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম তিন দিনের রিমান্ডে

বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে সড়কে ঝড়লো আরো ৫ প্রাণ

গেজেট ডেস্ক

সিলেটের জৈন্তাপুরের দরবস্তে যাত্রীবাহী বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

দুঘর্টনার খবর পেয়ে হাজারো মানুষ এসে সিলেট-তামাবিল সড়কে অবস্থান নিয়েছেন। রাত ১০ টার দিকে দরবস্ত বাজারের পল্লী বিদ্যুতের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন- সিলেট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস ও দরবস্ত থেকে ছেড়ে আসা টমটম গাড়ির মধ্যে এ মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে স্থানীয় শ্রীখেল গ্রামের দু’জন রয়েছেন। নিহতদের বাড়ি স্থানীয় এলাকায় বলে জানা গেছে। নিহতদের মধ্যে টমটম চালক কামাল আহমদও রয়েছেন।

জৈন্তাপুর থানার ওসি ওমর ফারুক জানিয়েছেন- মুষলধারে বৃষ্টির সময় এই ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। স্থানীয় লোকজন সড়কে অবস্থান নিয়েছেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!