খুলনা, বাংলাদেশ | ২২ মাঘ, ১৪৩১ | ৫ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  রূপসা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম সুন্দরবন টাইগার্স, দ্বিতীয় জয় মা কালী ও তৃতীয় মোবাইল দল
  শেখ হাসিনাকে হত্যাচেষ্টা : ফাঁসির ৯ জনসহ সব আসামি খালাস
  গাজীপুরের কালীগঞ্জে সবজি বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ৩

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত নূর মোহাম্মদ (৩২) হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের মাস্টার সর্দারটেক এলাকার মৃত শফিউল আলমের ছেলে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া এলাকার নোয়াখালী টু কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সন্ধ্যার দিকে নূর মোহাম্মদ মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে মোটরসাইকেলটি গাবুয়া নামক এলাকায় পৌঁছলে জনতা নামক বাস মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী যুবক মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওসি মৃদুল কান্তি কুরি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। একই সাথে ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!