খুলনা জেলার ডুমুরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহতের মামলার ঘাতক বাস চালক সাগর শেখ’কে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
গত ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশের আগে খুলনা জেলার আইন-শৃঙ্গলা রক্ষার্থে নিরাপত্তামূলক ডিউটির জন্য জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) শেখ ইমরুল করিমের নেতৃত্বে মোট ৫ জন সদস্য খুলনা জেলার ডুমুরিয়া থানা তল্লাশী কার্যক্রম পরিচালনা করেন। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সেখানের ডিউটি শেষ করে কনস্টেবল শাহ আলম তাঁর পরিচিত জুয়েল নামে একজনের মোটরসাইকেলে খুলনা জেলা গোয়েন্দা অফিসে ফেরার পথে বেপরোয়া গতির যাত্রীবাহী ইমাদ পরিবহণের ধাক্কায় প্রথমে গুরুতর আহত হয়ে মারা যান। ঘটনার খবর পেয়ে খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ বাসটি আটক করতে সক্ষম হয়। কিন্তু বাসটির চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে যায়। এ ঘটনায় খুলনা জেলার ডুমুরিয়া থানায় সড়ক পরিব্হন আইনে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা চালক, হেলপার ও সুপারভাইজার এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
শুক্রবার দিবাগত গভীর রাতে র্যাব -৬ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মামলার আসামী চালক সাগর শেখ (২৬)কে ঢাকা খুলনা আসার পথে পালবাড়ি মোড়ে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে খুলনা জেলার ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/কেডি