সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নবম ও দশম শ্রেণির দুই স্কুল ছাত্রী বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারী) দুপুরে তালা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান অভিযান চালিয়ে এই বাল্য বিয়ে বন্ধ করে দেন।
জানা যায়, শুক্রবার দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের দশম শ্রেণির এক ছাত্রীর (১৫) বিয়ের আয়োজন করেছিলো তার পরিবার। গোপানে বাল্য বিয়ের এ খবর জানতে পেরে মেয়ের তার বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান ।
এদিকে, অনুরূপভাবে একই দিনে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ওমরপুর গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীর (১৪) বিয়ের আয়োজন করে তার পরিবারের সদস্যরা। মেয়ের অমতেই এই বিয়ের আয়োজন করে তার অভিভাবকরা। এখবর পেয়ে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে এই বিয়েও বন্ধ করে দেন।
একই সাথে বাল্য বিয়ে আয়োজনের দায়ে উভয় পরিবারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দিবেন না মর্মে
খুলনা গেজেট/এ হোসেন