নগরীর গিলাতলা, বারাকপুর, সন্যাসীহাট খেয়াঘাট পারাপারের একমাত্র সড়কটিতে অবৈধভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে প্রতিদিন এ ঘাট দিয়ে পারাপাররত হাজার হাজার যাত্রী সাধারণের যেন দুর্ভোগের শেষ নেই। বিশেষ করে ভ্যান গাড়ীতে করে কাঁচামাল ও মাছের পোনা ব্যবসায়িরা এ ঘাট দিয়ে পার হওয়ার সময় প্রায় দুর্ঘটনা ঘটে।
এ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট গত ১৬ নভেম্বর লিখিত অভিযোগ দিয়েছে ঘাটটির ইজারাদার মোঃ ইয়াজুল ইসলাম। লিখিত অভিযোগে তিনি জানান, এ ঘাটের উপর অবৈধভাবে স্থাপনা গড়ে ওঠার কারনে মানুষের পারাপারে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
দিঘলিয়া উপজেলা এসিল্যান্ড মোঃ আলীমুজ্জামান মিলন বলেন, আমি নতুন যোগদান করেছি বারাকপুর বাজারসহ খেয়াঘাট এলাকা দখলের ব্যাপারে অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এনএম