খুলনা, বাংলাদেশ | ২৯ আশ্বিন, ১৪৩১ | ১৪ অক্টোবর, ২০২৪

Breaking News

  বাড্ডা থানার আলামিন হত্যা : আনিসুল হকের ২ দিনের রিমান্ড মঞ্জুর
  ইসরায়েলি সেনা ক্যাম্পে হিজবুল্লাহর ড্রোন হামলা, নিহত ৪

বারাকপুর উপ-নির্বাচন : আনছার উদ্দিনের আপীল নামঞ্জুর

দিঘলিয়া প্রতিনিধি

১০ অক্টোবর ঋণ খেলাপির অভিযোগে রিটার্নিং অফিসার কর্তৃক বারাকপুর উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শেখ আনছারদ্দিনের মনোনয়ন বাতিল হয়। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেন খুলনা জেলা নির্বাচন অফিসে।

রবিবার (১৬ অক্টোবর) শুনানী শেষে সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে শেখ আনছারউদ্দিনের আপীল আবেদন নামঞ্জু করা হয়। যার স্বারক নং ৮৫৫ তাং ১৬/১০/২০২২ ইং। দাখিলকৃত আবেদন না মঞ্জুরের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল আবেদনের করবেন বলে জানিয়েছেন শেখ আনছারউদ্দিন।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার এম মাজহারুল ইসলাম স্বাক্ষরিত পত্রে উল্লেখ করেন রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দাখিলকৃত আপিল আবেদন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিধিমালা ২০১০ এর বিধি ১৫ অনুসারে বারাকপুর ইউপি’র উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে শেখ শেখ আনছারউদ্দিনের আপীল নামঞ্জুর করা হলো।

শেখ আনছারউদ্দিন ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন হত্যা মামলার অন্যতম আসামী। তিনি ২০১৬ সালে সোনালী ব্যাংক খুলনা কর্পোরেট শাখা থেকে ৯৫ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। সময়মতো ঋণ পরিশোধ না করায় আরোপিত সুদ ও মামলা খরচসহ বর্তমানে ১ কোটি ৫৫ লক্ষ ৭৮ হাজার ৮৫৭ টাকা অনাদায়ী হয়। এছাড়া অর্থ ঋণ আদালত খুলনায় এ ব্যাপার একটি মামলা চলমান রয়েছে।

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দাখিলকৃত আপিল আবেদন না মঞ্জুরের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে এ প্রতিবেদককে মোবাইল ফোনে জানিয়েছেন শেখ আনছারউদ্দিন। তিনি বলেন, এ সংক্রান্ত কাগজপত্র নিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। যথাসাধ্য চেষ্টা করব আগামীকাল আইনজীবীর মাধ্যমে আপিল আবেদন দাখিল করতে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!