বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলার উদ্যোগে ১৯৯০-এর স্বৈরাচার পতন দিবস উপলক্ষে বুধবার (০৬ ডিসেম্বর) নগরীর পিকসার প্যালেস মোড়ে বিকেল সাড়ে ৪টায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও সিপিবি খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক গাজী নওশের আলী, সিপিবি খুলনা জেলা কমিটি সাধারণ সম্পাদক এস এ রশীদ, বাসদের জেলা আহবায়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবি খুলনা মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, কমিউনিস্ট লীগের মোস্তফা খালিদ খসরু, বাসদের কোহিনুর আক্তার কণা। উপস্থিত ছিলেন এ্যাড. চিত্তরঞ্জন গোলদার, সুতপা বেদজ্ঞ, এ্যাড. রুহুল আমিন, কিংশুক রায়, এ্যাড. নিত্যানন্দ ঢালী, আব্দুল করিম, রঙ্গলাল মৃধা, তোফাজ্জল হোসেন, লুৎফর রহমান, নিতাই গাইন, অধ্যাপক সঞ্জয় সাহা, সৈয়দ লুৎফুল হক মিঠু, ধীমান বিশ্বাস, নাহিদ হাসান প্রমুখ। সভা পরিচালনা করেন আনিসুর রহমান মিঠু।
সভায় বক্তারা বলেন, ১৯৯০ সালে কোন বিদেশি শক্তির ইশারায় নয় রাজনৈতিক দল ও জনগণের গণ-অভ্যুত্থানের মধ্যে স্বৈরাচারী এরশাদ পদত্যাগ করেছিল। দেশ পরিচালনার জন্য তিন জোটের রূপরেখা গ্রহণ করা হয়েছিল। কিন্তু ’৯০ থেকে আজ পর্যন্ত সেই রূপরেখা কেউ মানেনি বা বাস্তবায়নে উদ্যোগী হয়নি। বর্তমান সরকার দেশে ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে। কাউকে কথা বলার সুযোগ দিচ্ছে না। বিগত দু’বারের আবারও একটি একতরফা প্রহসনের নির্বাচনের মাধ্যমে পুনরায় ক্ষমতায় থাকার জন্য ব্যবস্থা করেছে। নেতৃবৃন্দ আরও বলেন, যুগে যুগে সকল স্বৈরাচারী দুঃশাসন আন্দোলনের মাধ্যমে উৎখাত হয়েছে। আজ হোক কাল হোক এ সরকারের পতন হবে এবং জনগণ গণতন্ত্র ফিরে পাবে। এরজন্য ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
খুলনা গেজেট/কেডি