খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
  সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত : প্রেস উইং
  কুড়িগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবদল নেতা নিহত

বাবা হলেন কপিল শর্মা

বিনোদন ডেস্ক

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ভারতের জনপ্রিয় কমেডি অভিনেতা কপিল শর্মা। সোমবার তার স্ত্রী গিনি চতরথের কোল আলো করে এসেছে ছেলেসন্তান।

সুখবরটি নিজেই টুইট করে ভক্ত-অনুরাগীদের জানিয়ে কপিল শর্মা লিখেছেন– সদ্যোজাত ও তার মা দুজনেই সুস্থ রয়েছেন।

টুইটে কপিল লেখেন– ‘আজকে (সোমবার) ভোরে আমাদের পুত্রসন্তান হয়েছে। স্রষ্টার কৃপায় মা ও শিশু উভয়ই ভালো আছে। এই ভালোবাসা, প্রার্থনা ও আশীর্বাদের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবার প্রতি ভালোবাসা গিনি ও কপিল।’

এমন টুইটের পর পরই ভক্তদের অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন কপিল দম্পতি।

খুলনা গেজেট/ টি আই

 

২০১৮ সালের ১২ ডিসেম্বর গিনি চতরথের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন কপিল শর্মা। ২০১৯ সালের ১০ ডিসেম্বর কপিল-গিনির ঘর আলো করে আসে প্রথম সন্তান আনায়রা।

বছর ঘুরতেই ফের সন্তানসম্ভব্য হন গিনি। স্ত্রীকে দেখভাল করতে পিতৃত্বকালীন ছুটি নেন কপিল। যে কারণে তার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য কপিল শর্মা শো’ বন্ধ রাখা হয়।

শো বন্ধ হয়ে গেল কিনা প্রশ্নে সরব হন ভারতীয়রা। এ বিষয়ে জানা গেছে, করোনাভাইরাস মহামারীর কারণে লাইভ দর্শক ছাড়াই শুট হয়েছে শোয়ের বেশ কিছু পর্ব। এ ছাড়া নেটফ্লিক্সে শিগরিরই দেখা যাবে কপিলকে।

তথ্যসূত্র: ওয়ান ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস

38
Shares
facebook sharing buttonmessenger sharing buttontwitter sharing buttonpinterest sharing buttonlinkedin sharing buttonprint sharing button




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!