যশোরের অভয়নগরে নওয়াপাড়ার কৃতি সন্তান ডা. অপরাজিতা আঁখির অকাল মৃত্যু হয়েছে। ডা. অপরাজিতা আঁখি সাতক্ষীরা মেডিকেল থেকে ২০২২ সালে এমবিবিএস পাস করেন। এরপর তিনি ইন্টার্নশিপ সম্পন্ন করেন। ২০১৬-১৭ সেশনের এ শিক্ষার্থী ডা. আঁখি অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় কলেজ রোডের রেল ক্রসিং এলাকার স্বর্গীয় সুজিত বিশ্বাসের কন্যা। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ইউরোলজি বিভাগের এমএস কোর্সে অধ্যয়নরত ডা. রাহুল দেব বিশ্বাসের স্ত্রী। মে মাসে একপর্যায়ে অপরাজিতা আঁখি নওয়াপাড়ার বাড়ীতে চলে আসেন। আঁখি শুক্রবার (১২ জুলাই) রাতে একটি ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে রাত সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা. সোহানা বলেন, ‘বমি, পাতলা পায়খানা ও পেটে ব্যথা নিয়ে ডা. অপরাজিতা আখি এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পেটে ব্যথা আরও অনেক বেড়ে যায়। রাত আড়াইটার দিকে তাঁকে নিয়ে আসা হয়েছিল। চারটার দিকে তাঁকে নতুন ওষুধ দেওয়া হয়। রাত সাড়ে চারটার দিকে মারা যান তিনি। ১৩ জুলাই নওয়াপাড়া মহা শ্মশানে আঁখির শেষকৃত্য সম্পন্ন হয়।
উল্লেখ্য,আঁখির পিতা সুজিত বিশ্বাস ক্যান্সারে আক্রান্ত হয়ে,আঁখির ভাই সুদীপ্ত পেটে গ্যাসফর্ম করে কয়েক বছর আগে মারা যান। তার এ মৃত্যুর মধ্য দিয়ে একটি পরিবারের পরপর ৩ টি মানুষের জীবনাবসান ঘটলো।