পার্বত্য খাগড়াছড়ির দীঘিনালার জামতলি বাঙ্গালি পাড়ায় বাবা মো. মিন্টু মিয়াকে হত্যার ঘটনার চার ঘণ্টার মাথায় ঘাতক ছেলে মো. জসিম উদ্দিন জনিকে (২৪) আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে দীঘিনালার মধ্য বেতছড়ি এলাকা থেকে ঘাতক ছেলেকে আটক করে পুলিশ।
ঘটনার পর পালিয়ে গেলেও চার ঘণ্টার মধ্যেই দীঘিনালা থানা পুলিশ অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়।
দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মিল্টন রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, দূরে কোথাও পালিয়ে যাওয়ার জন্য মধ্য বেতছড়ি এলাকায় লুকিয়ে ছিল ঘাতক মো. জসিম উদ্দিন জনি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে সেখান থেকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানায়, কথা কাটাকাটির জের ধরে নেশাগ্রস্ত ছেলে মো. জসিম উদ্দিন জনি ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বাবা মো. মিন্টু মিয়াকে হত্যা করে। ঘটনার পরই বাবাকে রেখে পালিয়ে যায় ছেলে। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা মিন্টু মিয়াকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।