ফর্মের তুঙ্গে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তার ব্যাটিং নৈপুণ্যে ওয়ানডের পর সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতেও জয় দিয়ে শুরু করলো স্বাগতিক পাকিস্তান। ম্যাচে তারা ৬ উইকেটের জয় পেয়েছে। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।
রাওয়ালপিন্ডিতে আগে ব্যাট করে ওয়েসলি মাধেভের ৪৮ বলের অপরাজিত ৭০ রানে ভর করে ৬ উইকেটে ১৫৬ রান করে জিম্বাবুয়ে।
টার্গেট তাড়া করতে নেমে ওপেনার বাবর আজমের সঙ্গে ৩৬ রানের জুটি গড়ে আউট হন ফখর জামান। তিনে ব্যাটিংয়ে নেমে বাবরের সঙ্গে ২৬ রানের জুটি গড়ে ফেরেন হায়দার আলী। এরপর সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজকে সঙ্গে নিয়ে ৮০ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান বাবর আজম।
জয় থেকে মাত্র ১৫ রান দূরে থাকতেই আউট হয়ে ফেরেন অধিনায়ক বাবর আজম। তার আগে ৫৫ বলে ৯টি চার ও এক ছক্কায় খেলেন ৮২ রানের ঝকঝকে ইনিংস। এর আগে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ৭৭* ও ১২৫ রানের ইনিংস খেলেন তিনি।
পাকিস্তানের জয়ের জন্য শেষ ১০ বলে প্রয়োজন ছিল মাত্র ১ রান। খেলার এমন অবস্থায় মুজারাবানির দুর্দান্ত বলে বোল্ড হয়ে ফেরেন মোহাম্মদ হাফিজ। তার আগে ৩২ বলে তিন চার ও এক ছক্কায় ৩৬ রান করেন তিনি। ওই ওভারের পঞ্চম বলে লেগবাই সূত্রে এক রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন মোহাম্মদ রেজোয়ান।
খুলনা গেজেট/এএমআর