খুলনা, বাংলাদেশ | ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত ২
  চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাবেন খালেদা জিয়া : ফখরুল; কাতার আমিরের পাঠানো ‌‌’বিশেষ এয়ার এম্ব্যুলেন্স’ বিমানে যাবেন তিনি

বাফুফে সদস্য নির্বাচিত খুলনার এড. সাইফুল ইসলাম

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে পদে নির্বাচিত হয়েছেন খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এড. মো: সাইফুল ইসলাম। শনিবার রাজধানীর হোটেল সোনারগাওয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এড. সাইফুল ইসলাম মোট ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি শেখ মো: আসলাম পরিষদের প্যানেলের হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেন। প্রথমবারের মতো বাফুফে নির্বাচনে অংশ গ্রহণ করে তিনি বিজয়ী হলেন।
যদিও সভাপতিসহ উপরের সবগুলো পদে নির্বাচিত হয়েছেন শেখ সালাহ উদ্দিনের প্যানেলের প্রার্থীরা। সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুস সালাম মুর্শেদী নির্বাচিত হয়েছেন।

এতে ৯৪ ভোট পেয়ে টানা চতুর্থ বার সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করা সাবেক তারকা ফুটবলার বাদল রায় পেয়েছেন মাত্র ৪০ ভোট। যদিও তিনি নির্বাচনের মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর সরেযাওয়ার ঘোষণা দেন। তবে নির্বাচনের ঠিক আগের দিন শুক্রবার ফেসুবকে আবার সরব হয়ে কাউন্সিলরদের কাছে ভোট চান।

নির্বাহী পরিষদের আরেকটি গুরুত্বপূর্ণ পদ সিনিয়র সহ-সভাপতি পদে জয় পেয়েছেন আব্দুস সালাম মুর্শেদী। তিনি পেয়েছেন ৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন ৪৪ ভোট। এদিকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এড. মো: সাইফুল ইসলাম। তিনি ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

সহ-সভাপতির চারটি পদের মধ্যে তিন জন চূড়ান্ত ভাবে নির্বাচিতহয়েছেন। নির্বাচিত তিনজন হলেন ইমরুলহাসান (৮৯ ভোট), কাজী নাবিল আহমেদ (৮১ ভোট) ও আতাউর রহমান মানিক (৭৫ ভোট)। সমান ৬৫ ভোট পেয়েছেন তাবিথ আউয়াল ও মহিউদ্দিন আহমেদ। ফলে, এই দুইজনের ভাগ্য নির্ধারণে আগামী ৩১ অক্টোবর পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিতহবে। সহ-সভাপতি পদে প্রার্থীছিলেন ৮ জন। নির্বাচিতদের সবাই সালাউদ্দিনের প্যালেল। আর টাই হওয়া মহিউদ্দিন সমন্বয় প্যানেল এবং তাবিথ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন জাকির হোসেল, আব্দুল ওয়দুদ পিন্টু, বিজন বড়ুয়া, আরিফ হোসেন মুন, নুরুল ইসলাম নুরু, মহি উদ্দিন সেলিম, টিপু সুলতান, সতজিৎ দাস রুপু, ইলিয়াস হোসেন, ইমতিয়াজ আলী সবুজ, মাহফুজা আক্তার কিরণ, হারুনুর রশীদ , সাইফুল ইসলাম, আমের খান, ওয়াহিদুর রহমান মিরাজ।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!