৩ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। সামনের চার বছরের জন্য ১৩৯ জন কাউন্সিলর তাদের নির্বাচিত প্রতিনিধি ঠিক করবেন। তিন দিনব্যাপী মনোনয়নপত্র বিলি শেষ হয়েছে। আজ (সোমবার) নির্বাহী কমিটির ২১ পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ৪৯ প্রার্থী।
এর মধ্যে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের সঙ্গে আছেন বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক। সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুস সালাম মুর্শেদীর বিপক্ষে লড়বেন আরেক সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলাম।
সহ-সভাপতির চার পদে মনোনয়নপত্র তুলেছেন আটজন। কাজী নাবিল আহমেদ ছাড়াও আছেন ইমরুল হাসান, আমিরুল ইসলাম বাবু, আতাউর রহমান ভূঁইয়া, মহিউদ্দিন আহমেদ মহি, তাবিথ আউয়াল, শেখ মুহাম্মদ মারুফ হাসান ও আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান।
১৫ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৬ জন। এরা হলেন- হারুনুর রশীদ, শওকত আলী খান জাহাঙ্গীর, মাহফুজা আক্তার কিরণ, সত্যজিৎ দাস রুপু, ইলিয়াছ হোসেন, বিজন বড়ুয়া, ইকবাল হোসেন, অমিত খান শুভ্র, মাহিউদ্দিন আহমেদ সেলিম, জাকির হোসেন চৌধুরী, সৈয়দ রিয়াজুল করিম, কামরুল হাসান হিলটন, ইমতিয়াজ হামিদ সবুজ, আসাদুজ্জামান মিঠু, নুরুল ইসলাম নুরু, আমের খান, শাখাওয়াত হোসেন ভূঁইয়া, টিপু সুলতান, আব্দুল ওয়াদুদ পিন্টু, সাব্বির হোসেন, মহিদুর রহমান মিরাজ, মঞ্জুরুল আহসান, ইমতিয়াজ সুলতান জনি, কাজী মো. রফিক, এএনএম আমিনুল হক, আরিফ হোসেন মুন, সাইফুল ইসলাম, সৈয়দ মোস্তাক আলী, মিজানুর রহমান, ফজলুর রহমান বাবুল, হাসানুজ্জামান খান বাবলু, জাকির হোসেন বাবুল, রায়হান কবির, সাইফুর রহমান মনি, শাকিল মাহমুদ চৌধুরী ও সাইদুর রহমান মানিক। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
খুলনা গেজেট/এএমআর