একদিন আগেও ধরে নেয়া হয়েছিল বাফুফে নির্বাচনে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী থাকছে না। কিন্তু শেষ দিনে চমক দিয়ে সভাপতি পদে মনোনয়নপত্র কিনেছেন সাবেক ফুটবলার সফিকুল ইসলাম মানিক ও বাদল রায়।
একইভাবে আজ সিনিয়র সহ-সভাপতি পদে মনোনয়নপত্র কিনেছেন আরেক সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। ফলে নির্ভার থাকার সুযোগ রইলো না সবশেষ সহ-সভাপতি সালাম মুর্শেদীর। শেষ পর্যন্ত আসলাম ও মানিক নিজের অবস্থানে অনড় থাকলে দুই বড় পদেও ভোটের লড়াই হবে। আজ নিজের নামে সিনিয়র সহ-সভাপতি পদের জন্য মনোনয়ন ক্রয় করেন সাবেক এই ফুটবলার। ফলে খুলনার সাবেক দুই তারকার লড়াইয়ে জমে উঠতে বাফুফের সিনিয়র সহ-সভাপতি পদের নির্বাচন।
মনোনয়নপত্র জমা ৮ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৫টা, আপত্তি ৯ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৩টা, বাছাই ১১ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে, প্রত্যাহার মনোনয়নপত্র জমার পর থেকে ১২ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৩ সেপ্টেম্বর।
রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ৩ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/এএমআর