বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে যে ৪৯ জন মনোয়নপত্র উত্তোলন করেছিলেন, তারা সবাই তা জমা দিয়েছেন। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমার দিন। প্রথমেই মনোয়নপত্র জমা দেন এককভাবে সহসভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দেয়া তাবিথ আউয়াল। এরপর বিকেল ৫টা পর্যন্ত সবাই তাদের মনোয়নপত্র জমা দিয়েছেন। কেউ নিজে এসে কেউ আবার প্রতিনিধির মাধ্যমে।
বর্তমান সভাপতি কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বে সম্মিলিত পরিষদের ২১ জনের মনোনয়নপত্র জমা দিয়েছেন এই প্যানেলের প্রধান সমন্বয়কারী জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী। সফিকুল ইসলাম মানিক নিজেই সভাপতি পদে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। আরেক সভাপতি প্রার্থী বাদল রায়ের মনোনয়নপত্র জমা দিয়েছেন শরীয়তপুরের কাউন্সিলর মোজাম্মেল হক চঞ্চল।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই শুরু হবে ১১ সেপ্টেম্বর বিকেল ৩ টা থেকে। বুধবার থেকে মনোনয়নপত্র প্রত্যাহার শুরু হবে। ১২ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে, চূড়ান্ত প্রাথী তালিকা প্রকাশ হবে ১৩ সেপ্টেম্বর। ৩ অক্টোবর বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে হোটেল সোনারগাঁওয়ে।
কাজী মো. সালাউদ্দিনের প্যানেলের বাইরে যারা বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা এক হয়ে লড়বেন নাকি বিচ্ছিন্নভাবে, সেটা জানা যাবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর। নিজের প্যানেলের সবার মনোনয়নপত্র জমা দেয়ার পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে কাজী মো. সালাউদ্দিন বলেছেন, ‘আমরা ২১ পদে প্রার্থী দিয়েছি। আমার সঙ্গে সিনিয়র সভাপতি হিসেবে আছেন আবদুস সালাম মুর্শেদী, আছেন আরো ৪ জন সহসভাপতি এবং ১৫ জন সদস্য।’
বিজয়ের ব্যাপারে কতটা আশাবাদী জানতে চাইলে কাজী মো. সালাউদ্দিন বলেন, ‘এখন পর্যন্ত অফিসিয়ালি জানি না, কারা কারা নির্বাচন করছেন। চূড়ান্ত তালিকা প্রকাশের পর আমরা যখন নির্বাচনী ইশতেহার ঘোষণা করবো, তখন এ প্রশ্নের উত্তর দিতে পারবো। এখন কিছু বললে সেটা আগেভাগে মন্তব্য করা হবে।’
যারা মনোনয়নপত্র জমা দিলেন…
সভাপতি : কাজী মো. সালাউদ্দিন, বাদল রায় ও সফিকুল ইসলাম মানিক।
সিনিয়র সহ-সভাপতি : আবদুস সালাম মুর্শেদী ও শেখ মোহাম্মদ আসলাম।
সহ-সভাপতি : কাজী নাবিল আহমেদ, আমিরুল ইসলাম বাবু, ইমরুল হাসান, আতাউর রহমান মানিক, তাবিথ আউয়াল, মহিউদ্দিন আহমেদ মহি, শেখ মুহম্মদ মারুফ হাসান ও এসএম আবদুল্লাহ আল ফুয়াদ।
সদস্য : হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াছ হোসেন, বিজন বড়ুয়া, অমিত খান শুভ্র, ইকবাল হোসেন, মাহিউদ্দিন আহমেদ সেলিম, মো. জাকির হোসেন, মাহফুজা আক্তার কিরণ, আসাদুজ্জামান মিঠু, কামরুল হাসান হিলটন, সৈয়দ রিয়াজুল করিম, ইমতিয়াজ হামিদ সবুজ, নুরুল ইসলাম নুরু, আব্দুল ওয়াদুদ পিন্টু, মোহাম্মদ সাব্বির হোসেন, মহিদুর রহমান মিরাজ, মনজুরুল আহসান, হাজী মো. রফিক, আ ন ম আমিনুল হক মামুন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সৈয়দ মোস্তাক আলী মুকুল, আমের খান, সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন, হাজী মো. টিপু সুলতান, আরিফ হোসেন মুন, ইমতিয়াজ সুলতান জনি, সৈয়দ মুস্তাক আলী মুকুল, মিজানুর রহমান, ফজলুর রহমান বাবুল, হাসানুজ্জামান খান বাবলু, জাকির হোসেন বাবুল, মো. রায়হান কবীর, সাইফুর রহমান মনি ও শাকিল মাহমুদ চৌধুরী।
খুলনা গেজেট/এএমআর