আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে দৃশ্যত এখন পর্যন্ত একটি প্যানেল নিজেদের উপস্থিতি জানান দিয়েছে। সম্মিলিত পরিষদের ব্যানারে কাজী নাবিল আহমেদ-সালাম মুর্শেদীদের নিয়ে কাজী সালাউদ্দিন নির্বাচনি ময়দানে। তবে তাদের বিপক্ষে বিচ্ছিন্নভাবে সব পদেই প্রার্থীতা রয়েছে। আজ (বুধবার) ছিল মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের ওপর আপত্তি জানানোর দিনক্ষণ। কিন্তু বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে কোনও প্রার্থীর ওপরই আপত্তি জমা পড়েনি।
এখন ২১ পদে ৪৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই হবে ১১ সেপ্টেম্বর। আর প্রত্যাহারের সময় ৮ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।
কোনও প্রার্থীর ওপর আপত্তি না পড়ায় নির্বাচন কমিশনের কাজ কিছুটা সহজ হয়েছে। এখন তারা আরও দ্রুত সময়ে প্রার্থীতা বাছাই করতে পারবে। প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ আহমেদ তেমনটাই বলেছেন, ‘বিকেল ৩টা পর্যন্ত আপত্তি দাখিলের সময় ছিল। কিন্তু এই সময়ের মধ্যে কোনও আপত্তি দাখিল হয়নি। এর পরবর্তী ধাপ হচ্ছে আমাদের বাছাই। এটার সময় হলো শুক্রবার বিকেল ৩টা। যেহেতু কোনও আপত্তি আসেনি সেহেতু আমরা দ্রুত বাছাই পর্ব শেষ করতে পারবো।’
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘এরপর মনোনয়নপত্র প্রত্যাহার হয় বা না হয় সেই অনুযায়ী ১৩ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করতে পারবো। এর মধ্যে ভোটের আনুষঙ্গিক প্রস্তুতি নিতে হচ্ছে। আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছি। বাফুফেও নিচ্ছে। পরিস্থিতি অনুযায়ী আরও কিছু করা লাগলে তা করার জন্য প্রস্তুত আছি।’
খুলনা গেজেট/এএমআর