গেলো মাসেই কাতার বিশ্বকাপ বাছাই পর্বের তারিখ ঘোষণা করেছিল এএফসি। এবার বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপের বাকী ম্যাচের সময়সূচী আর ভেন্যুর বিষয়ে বাফুফের কাছে তথ্য চেয়েছে এএফসি। এ জন্য ৩১ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সংস্থাটি। এএফসির নির্দেশনা অনুযায়ী শিগগিরই ভেন্যু আর সময়সীমা নিশ্চিত করতে কাজ শুরুর কথা জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে থাকা ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ গুলোর তারিখ গেলো মাসের শুরুর দিকে ঘোষণা করেছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন। যেখানে বাকি থাকা চারটি রাউন্ডের তারিখ জানায় এএফসি। সপ্তম ও অষ্টম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৮ ও ১৩ অক্টোবর। নবম ও দশম রাউন্ডের খেলা মাঠে গড়াবে ১২ ও ১৭ নভেম্বর।
তারিখ চূড়ান্ত হলেও ম্যাচের সময় ও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। এদিকে, এক চিঠির মাধ্যমে বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপের বাকী ম্যাচের সময়সূচী আর ভেন্যুর বিষয়ের বাফুফের কাছে তথ্য চেয়েছে এএফসি। আগামী ৮ অক্টোবর আফগানিস্তানকে আতিথ্য দেবে বাংলাদেশ। ঘরের মাঠে নিজেদের পঞ্চম ম্যাচটি খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। যদিও ভেন্যু এখনও চূড়ান্ত না হলেও,সিলেটে হওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো। ১৩ অক্টোবর কাতারের বিপক্ষে বাংলাদেশের ফিরতি ম্যাচ। এছাড়া ১২ ও ১৭ নভেম্বর ভারত ও ওমানের সঙ্গে ঘরের মাঠে খেলবে জামাল ভূইঁয়ারা। এই ম্যাচ গুলোর সময়সূচী ও ভেন্যু ৩১ জুলাইয়ের মধ্যে নিশ্চিত করতে বলা হয়েছে বাফুফেকে।
আবু নাইম সোহাগ বলেন, ভেনু কনফার্ম করা এবং কিকঅফ টাইম নিয়ে ৩১ জুলাই পর্যন্ত সময় বেধে দিয়েছে ফিফা। ফিফার নিয়ম অনুযায়ী খেলার সর্বশেষ সময়সীমা হচ্ছে ম্যাচ ডের সাতদিন আগ পর্যন্ত, সে আলোকে আমরা আমাদের খেলোয়াড়দের রেজিস্ট্রেশন সম্পন্ন করব।
সোহাগ বলেন,ম্যাচ গুলোর কিক অফ টাইম ও ভেন্যু ৩১ জুলাইয়ের মধ্যে এএফসি নিশ্চিত করতে বলেছে। এএফসির নির্দেশনা অনুযায়ী আমরা কাজ শুরু করে দিয়েছি। শিগগিরই ভেন্যু-শিডিউল-ভিসা সবগুলো কাজই নিশ্চিত করবো।
খুলনা গেজেট/এএমআর