খুলনা, বাংলাদেশ | ১৯ ফাল্গুন, ১৪৩১ | ৪ মার্চ, ২০২৫

Breaking News

  দিনাজপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
  রাজধানীর শাহজাদপুরের আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু
  সাবেক ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
  প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিলের রায় স্থগিত : আপিল বিভাগ

বাফুফের একটি সহ-সভাপতি পদে নির্বাচন শনিবার

ক্রীড়া প্রতিবেদক

গত ৩ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সহ-সভাপতির একটি পদ ছাড়া বাকি সব পদে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে। শুধু বাফুফের দুই সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিথ আউয়াল সমান ৬৫ ভোট পাওয়ায় একই পদের ফল টাই হয়ে যায়। বাফুফের এই একটি পদের মীমাংসার জন্য আগামীকাল শনিবার আবারও ভোটগ্রহণ হবে।

হোটেল সোনারগাঁওয়ের ওয়েসিস হলরুমে ১৩৯ জন ভোটার এই দু’জনের মধ্য থেকে একজনকে বাফুফের চতুর্থ সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করবেন।

গত ৩ অক্টোবর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত বাফুফের নির্বাচনে ২১টি পদের মধ্যে ২০টিতে হার-জিত হলেও চার সহ-সভাপতি পদের বিপরীতে তিনজন- বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ এবং তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান মানিক নির্বাচিত হন।

বাকি একটি পদের জন্য সমান ৬৫ করে ভোট পড়ায় আবারও ভোটের প্রয়োজন হয় মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিথ আউয়ালের মধ্যে।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!