বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু ইউনিয়নের থুইসাপাড়ায় অগ্নিকাণ্ডে আবাসিক হোটেলসহ ১১টি ঘর পুড়ে গেছে। শুক্রবার (১৭ মে) সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা গণমাধ্যমকে বলেন, আজ সকাল ১০টার দিকে রান্নাঘরের চুলা হতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জেনেছি। অগ্নিকাণ্ডে আবাসিক হোটেলসহ ১১টি ঘর পুড়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় বিস্তারিত জানতে পারছি না। বিস্তারিত জেনে আমি জানাব।
এদিকে থানচির দুর্গম থুইসাপাড়ায় আগুন নিয়ন্ত্রণে বিজিবির জিন্নাপাড়া ক্যাম্পের সদস্যসহ স্থানীয়রা কাজ করেছেন বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
অগ্নিকাণ্ডের বিষয়ে থানচি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুনের মোবাইলে কয়েকবার কল করলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
প্রসঙ্গত, তিন্দু ইউনিয়ন থেকে পায়ে হেঁটে থুইসাপাড়ায় পৌঁছাতে ৫ ঘণ্টা সময় লাগে।
খুলনা গেজেট/এএজে