এএফসি কাপে পুনরায় মাঠে নামার লক্ষ্যে ক্যাম্প শুরু করেছিল বসুন্ধরা কিংস। তাদের সেই প্রচেষ্টা ভেস্তে গেল। প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় এএফসি কাপ-২০২০ বাতিল করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন।
গত মার্চে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্থগিত হয়ে যায় এএফসি কাপের খেলা। আগামী অক্টোবরে ‘ই’ গ্রুপের খেলা মালদ্বীপের নিরপেক্ষ ভেন্যুতে শুরুর কথা ছিল।
টিসি স্পোর্টসকে ৫-১ ব্যবধানে উড়িয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল ২০১৮-১৯ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। প্রতিযোগিতাটিতে পুনরায় মাঠে নামার আশায় এ মাসের শুরুতে ক্যাম্প শুরু করেছিল তারা।
কিছুদিন ধরেই অবশ্য এএফসি কাপ পুনরায় শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তার কথা শোনা যাচ্ছিল। বৃহস্পতিবার প্রতিযোগিতার ভাগ্য নির্ধারণে এএফসির কর্মকর্তারা অনলাইন বৈঠকে বসেন। সেখানেই সিদ্ধান্ত হয়েছে এবারের আসর বাতিল করে দেওয়ার।
খুলনা গেজেট/এএমআর